বজ্রপাতে দ্বিখণ্ডিত মেহগনি গাছ, উৎসুক জনতার ভিড়


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: মে ৬, ২০২৫, ০৯:৫৩ পিএম
বজ্রপাতে দ্বিখণ্ডিত মেহগনি গাছ, উৎসুক জনতার ভিড়

বজ্রপাতে পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের একটি মেহগনি গাছ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই ঘটনার পর সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে দশটার দিকে পদার্থ বিজ্ঞান বিভাগের সামনের গাছে বজ্রপাতের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দেখার জন্য কলেজে ভিড় করছেন উৎসুক জনতা।

কলেজের শিক্ষার্থী ও কর্মচারীরা বলেন, “আকাশে কালো মেঘ ও বাতাস বইছিল। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে বজ্রপাতেরও শব্দ শোনা যাচ্ছিল। আমরা পদার্থ বিজ্ঞান ডিপার্টমেন্টে অবস্থান করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। বৃষ্টি থামলে দেখি বিশাল আকৃতির একটি মেহগনি গাছ ওপর থেকে নিচে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তবে কারও ক্ষয়-ক্ষতি হয়নি। ঘটনাটি জানাজানি হলে অনেকেই দেখতে আসছেন। কেউ কেউ আবার ছবি তুলছেন।”

প্রত্যক্ষদর্শী অ্যাডওয়ার্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌফিক ইমাম বলেন, “হালকা বৃষ্টির সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। আমাদের চোখের সামনেই মেহগনি গাছটি বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে যায়। আমরা সবাই নিরাপদ স্থানে চলে যাই।”

পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আউয়াল মিয়া বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যেহেতু গাছটি দ্বিখণ্ডিত হয়েছে, আমরা দ্রুত গাছটিকে অপসারণের চেষ্টা করছি।” বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়ার আহ্বান জানান তিনি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!