• ঢাকা
  • শুক্রবার, ১৬ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ জ্বিলকদ, ১৪৪৪

দেশ ছাড়ছিলেন আ.লীগ নেতা আব্দুল আউয়াল, বিমানবন্দরে গ্রেপ্তার


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৪:০১ পিএম
দেশ ছাড়ছিলেন আ.লীগ নেতা আব্দুল আউয়াল, বিমানবন্দরে গ্রেপ্তার
গ্রেপ্তার আব্দুল আউয়াল সরদার। ছবি : প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদারকে গ্রেফতার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। 

বৃহস্পতিবার (১৫ মে) রাত ১২টার পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়ছিলেন বলে জানা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ৫ আগস্ট সরকার পতন হলে তিনি গা ঢাকা দেন। এরপর বৃহস্পতিবার রাতে তিনি দেশ ছেড়ে সৌদি আরবে হজে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গেলে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন বলেন, “গোসাইরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদারকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে এমন একটি তথ্য জানতে পেয়েছি। তবে ইমিগ্রেশন থেকে ফরমালি কোনো তথ্য আমাদের কাছে এখনো আসেনি। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা রয়েছে কিনা তা খোঁজ নিয়ে দেখছি।”

Link copied!