• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

‘আ. লীগের নেতা-কর্মীরা রাজপথের মানুষ’


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২, ০৮:৩১ পিএম
‘আ. লীগের নেতা-কর্মীরা রাজপথের মানুষ’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, “আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজপথের মানুষ। তাদের রাজপথের আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।”

শনিবার (৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের প্রায় সব নেতা-কর্মীই রাজপথে আন্দোলন করেছেন, জেল-জুলুম খেটেছেন, মামলা-মোকাদ্দমা মোকাবিলা করেছেন। আগামী দিনেও যেকোনো পরিস্থিতি মোকাবিলা করবেন।”

আব্দুর রাজ্জাক আরও বলেন, “লোকজনকে দেখানোর জন্য আন্দোলনের প্রতিযোগিতায় নেমেছে বিএনপি। তারা প্রতিদিন উসকানিমূলক কথাবার্তা, স্লোগান ও কর্মসূচি দিচ্ছে। রাস্তাঘাট অবরোধ-আটকে মানুষের চলাফেরায় ভোগান্তি সৃষ্টি করছে। তারা অহেতুক পুলিশের ওপর আক্রমণ করে। প্রতিদিন আন্দোলন কর্মসূচি দেওয়ার মতো কোনো কারণ নেই। সরকারের দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া, শান্তি শৃঙ্খলা বজায় রাখা। সেটিই বর্তমান সরকার করছে।”

বিএনপি আন্দোলনে কোনো দিন সফল হয়নি উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, “সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াত মিলে একটা ষড়যন্ত্র করছে। এই যে উন্নয়ন তা রাজাকার-আলবদরদের ভালো লাগে না। রাজাকার-আলবদররা মনে করে যে তাদের ছাড়া দেশ চলবে না। অথচ দেশ আরও ভালোভাবে চলছে। আমরা ভালো করলে তারা সমালোচনা করে বলে দেশ চলছে না। ওরা দেশে অরাজকতা সৃষ্টি করে আন্দোলন করতে চায়। সংগ্রাম করে শেখ হাসিনার পতন ঘটাতে চায়। প্রত্যেকদিন ওরা বলে শেখ হাসিনা পালাবার রাস্তা পাবে না।”

“২০১৪ সালে বিএনপি একটানা তিন মাস আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও, গাড়ি ভাঙচুর, মানুষকে পুড়িয়ে মারাসহ তাণ্ডব চালিয়েছিল। তখনও তারা সফল হয়নি। খালেদা জিয়া লজ্জাবনত মাথায় মুখে কালিমা মেখে ঘরে ফিরে গিয়েছিলেন। তিন মাসেও সফল হয়নি। আর এখন উসকানিমূলক ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের মাধ্যমে তাণ্ডব সৃষ্টি করে সফল হতে পারবে না। তাদের জনগণ প্রতিহত করবে।”

কৃষিমন্ত্রী বলেন, “আন্দোলন সংগ্রামের নামে ২০১৪ সালের মতো সহিংসতা করতে চাইলে বিএনপিকে সমুচিত শিক্ষা দেওয়া হবে। স্বাধীনতা বিরোধীদের নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইলে তাদের চরম মূল্য দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সকল ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তা অনেকের কাছে ভালো লাগে না। রাজাকার, আলবদর, জামায়াতসহ স্বাধীনতা বিরোধী শক্তি ও বিএনপি দেশের উন্নয়ন দেখতে চায় না। বরং দেশকে ব্যর্থ দেখতে চায়। সেজন্য তারা আন্দোলন করে, ষড়যন্ত্র করে, দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। গণতান্ত্রিক সরকারের পতন ঘটাতে চাচ্ছে।”

উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। এ সময় বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, সমবায়ী বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক ছানোয়ার হোসেন, ইদিলপুর বহুমুখী আনারস চাষী সমিতির সভাপতি ফজলুল হক, উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম প্রমুখ।

Link copied!