• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
গাসিক নির্বাচন

ভোট দিতে স্ত্রীর হাত ধরে কেন্দ্রে দৃষ্টিপ্রতিবন্ধী আনিসুর


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ২৫, ২০২৩, ১২:৪৮ পিএম
ভোট দিতে স্ত্রীর হাত ধরে কেন্দ্রে দৃষ্টিপ্রতিবন্ধী আনিসুর

শান্তিপূর্ণভাবে চলছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের ভোট গ্রহণ। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের বিপুল উপস্থিতি লক্ষ করা গেছে। এর মধ্যে নিজের ভোটাধিকার প্রয়োগে স্ত্রীর সহায়তায় ভোট দিলেন মোহাম্মদ আনিসুর রহমান নামের এক দৃষ্টিপ্রতিবন্ধী ভোটার।

বৃহস্পতিবার (২৫ মে) পৌনে ১২টার দিকে জয়দেবপুরের হাড়িনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

মোহাম্মদ আনিসুর রহমান বলেন, “ভোট দিয়ে ভালো লেগেছে। যেহেতু আমি দেখতে পাই না তাই স্ত্রীর সহায়তায় ভোট দিয়েছি। আমি চাই গাজীপুরের ভালো উন্নয়ন হোক।”

তৃতীয়বারের মতো গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটে অংশ নিয়েছেন ৩৩৪ জন প্রার্থী। তাদের মধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ২৫ মে নির্বাচনে লড়ছেন ৩৩৩ জন প্রার্থী।

সিটির ৫৭টি ওয়ার্ডে এই নগরের এবারের নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন, নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার আছে ১৮ জন।

Link copied!