• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

অস্ত্রসহ অপহরণ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০২:৫৯ পিএম
অস্ত্রসহ অপহরণ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে বিপুল পরিমাণ অস্ত্রসহ অপহরণ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নগরীর হেঁতেমখা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপকমিশনার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন নগরীর হেঁতেমখা এলাকার জোয়াদুল আহাদ খানের ছেলে আরেফিন আহাদ খাঁন সানি (৪২), আজাদ আলীর ছেলে মোস্তাক আহম্মেদ ফাহিম (২২), নুরুজ্জামানের ছেলে পারভেজ (২৭), আলম সরকারের ছেলে সাব্বির সরকার (২৫)।

মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপকমিশনার আল মামুন জানান, চক্রটি গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে অপহরণ করে আরেফিন আহাদ খান সানির বাড়িতে আটকে রাখা হয়। সেখানে বিভিন্নভাবে অস্ত্রের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। দেলোয়ারের মোবাইল ফোন থেকে তার স্বজনদের অপহরণের বিষয়টি জানিয়ে তাদের কাছ থেকে ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। পরে মুক্তি পেয়ে বিষয়টি পুলিশকে জানান দেলোয়ার।

চলতি মাসেই তারা একইভাবে চারজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

উপকমিশনার আল মামুন বলেন, “গ্রেপ্তারদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি অপহরণ ও একটি অস্ত্র মামলা করা হয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

Link copied!