• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাস্তার খাদে পড়ে ছিল যুবকের গলাকাটা মরদেহ


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ০৭:৫৫ পিএম
রাস্তার খাদে পড়ে ছিল যুবকের গলাকাটা মরদেহ

ফরিদপুরের সালথা উপজেলায় একটি রাস্তার পাশের খাদে পড়ে ছিল অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ।

খবর পেয়ে রোববার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার মেম্বার গট্টি নামক এলাকার রাস্তার পাশের একটি খাদ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

অজ্ঞাত ওই যুবকের বয়স ২৪ বা ২৫ বছর হতে পারে বলে ধারণা স্থানীয়দের।

স্থানীয়রা জানান, বিকালে গরুর ঘাস কাটতে গিয়ে এক কৃষক রাস্তার পাশের খাদে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পড়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার পরনে ছিল জিন্সের নীল প্যান্ট, গায়ে খয়েরী গেঞ্জি ও পায়ে চার ফিতাওয়ালা স্যান্ডেল।

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। তবে, নিহতের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।” 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!