নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় ৪০ জন রোহিঙ্গা নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। শনিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
মো. শহীদুল ইসলাম জানান, শুক্রবার রাতে ভাসানচর ক্যাম্প থেকে নৌকাযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ৪০ জন রোহিঙ্গা। নৌকাটি ভাসানচর থেকে ১৫ থেকে ২০ কিলোমিটার পূর্ব দিকে বঙ্গোপসাগরে পৌঁছলে ডুবে যায়। খবর পেয়ে বাংলাদেশ বিমানবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা তাদের উদ্ধারে নামে। এ পর্যন্ত ১৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, ডুবে যাওয়া বোটটি শনাক্ত করেছে উদ্ধারকাজে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই বোটের পাশে নৌবাহিনীর একটি জাহাজ নোঙর করা হয়েছে। ভোর থেকে ডুবন্ত বোটটি উদ্ধারে অভিযান চালাবে নৌ বাহিনীর সদস্যরা।
নৌকাডুবির ঘটনায় আব্দুর রহমানের পাঁচ সন্তান এখনো নিখোঁজ রয়েছে। তারা হলো সুপাইরা (৮), কিসমত আরা (৬), ফেরদৌস (৫), সকিনা (৪), নুর আয়েশা (৩ মাস)। তার সবাই ভাসানচরের ৫০ নম্বর ক্লাস্টারের সি-৭/৮ রুম এফসিএন-১৯২৩৫-তে থাকত।




































