• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

অপহরণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০৩:০৫ পিএম
অপহরণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

রাজবাড়ীতে শিশু রিফাদ অপহরণ মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ীর টিএনটি পাড়ার রঞ্জিত কুমারের ছেলে রঞ্জন ওরফে রক্তিম, সজ্জনকান্দার দুলালের ছেলে রাসেল এবং চর নারায়ণপুরের আব্দুল মালেকের ছেলে রনি।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (ভারপ্রাপ্ত) পিপি শেখ সাইফুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “২০১৩ সালের ৬ নভেম্বর আসামিরা শিশু রিফাদকে অপরহণ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দেওয়ায় তারা শিশুটিকে হত্যা করে একটি ট্যাংকির মধ্যে ফেলে দেয়। পড়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত অপহরণ মামলায় তিনজনের ফাঁসির রায় দিয়েছেন।”

সাইফুল হক আরও জানান, এর আগে হত্যা মামলায়ও তারা দণ্ডপ্রাপ্ত আসামি। এরমধ্যে দুজন মৃত্যু দণ্ডপ্রাপ্ত।

Link copied!