• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

সুন্দরবনে এক জালে ২৭ মেদ মাছ, লাখপতি জেলে


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩, ০৮:৪১ পিএম
সুন্দরবনে এক জালে ২৭ মেদ মাছ, লাখপতি জেলে

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাবলু কয়াল নামের এক জেলের জালে এক সঙ্গে ২৭টি মেদ মাছ আটকা পড়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে পাইকারি এক ক্রেতা ৬০০ টাকা কেজি দরে মাছগুলো কিনে নেন। বাবলু কয়াল হাতে পান নগদ এক লাখ টাকা।

বাবলু কয়াল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের বাসিন্দা।

বাবলু কয়াল জানান, তিনি বন বিভাগের অনুমতি নিয়ে কয়েক দিন আগে মাছ ধরতে সুন্দরবনে যান। বুধবার রাতে সুন্দরবনের মাহমুদা নদীতে জাল ফেলেন। সেই জালেই একসঙ্গে ২৭টি মেদ মাছ ধরেন তিনি। প্রতিটি মাছ প্রায় ১০ কেজি। ২৭টি মাছের মোট ওজন হয়েছে ১৭০ কেজি। আজ সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে মাছগুলো আনেন তিনি। এক পাইকারি ক্রেতার কাছে তিনি বেচেন ৬০০ টাকা কেজি ধরে।

নীলডুমুর ঘাটের মাছ ব্যবসায়ী আনসার শেখ বলেন, মেদ মাছ খানিকটা কাইন মাছের মতো। এই মাছ খেতে অত্যন্ত সুস্বাদু। এরা নদীতে একসঙ্গে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়। সচরাচর জালে এ মাছ ধরা না পড়লেও বাবলুর জালে ধরা পড়েছে।

Link copied!