• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

নাটোরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ০২:২১ পিএম
নাটোরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

নাটোরে পিক আপভ্যান খাদে পড়ে নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত তিন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

রোববার (৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার তমাল হোসেন।

তমাল হোসেন জানান, পিকআপভ্যানটি বনপাড়া বাইপাস থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। পিকআপটি উপজেলার কাছিকাটা এলাকায় একটি ভ্যানকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!