• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

তহসিলদার হত্যার ২৫ বছর পর দুইজনের যাবজ্জীবন


লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০৬:১২ পিএম
তহসিলদার হত্যার ২৫ বছর পর দুইজনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরের রামগতিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোশাররফ হোসেন নামে এক তহসিলদারকে কুপিয়ে হত্যার ২৫ বছর পর দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রামগতি উপজেলার চর সেকান্দর গ্রামের আবদুল গোফরানের ছেলে ইদ্রিস ওরফে কালা ও এবাদ উল্যার ছেলে চৌধুরী বরকত।

রায়ের সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। এসময় এই মামলায় অভিযুক্ত অপর সাতজনকে খালাস দেওয়া হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পঁচিশ বছর পর আদালত এ রায় দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে রামগতির চর সেকান্দর গ্রামের বাসিন্দা বক্স মাঝির দুই ছেলের সঙ্গে মোশাররফ হোসেন তহসিলদারের বিরোধ দেখা দেয়। এরই জের ধরে ১৯৯৮ সালের ১৭ জুলাই সকালে অভিযুক্তরা মোশাররফ কে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোশাররফের ছেলে রাশেদুল আলম বাদি হয়ে ১২ জনের নামে রামগতি থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৯৯৮ সালের ৩১ ডিসেম্বর আদালতে এ মামলার চূড়ান্ত প্রতিবেদন দেন সে সময় রামগতি থানার উপপরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন আল মাহমুদ।

এ বিষয়ে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন বলেন, “দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত দুই আসামির সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের রায় এবং প্রত্যেকের দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।” 

Link copied!