• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

পটুয়াখালী থেকে ছাড়ছে না কোনো লঞ্চ


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ০৯:১৩ এএম
পটুয়াখালী থেকে ছাড়ছে না কোনো লঞ্চ

পোশাকশ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বাস ও লঞ্চ চলাচলে অনুমতি দিয়েছে সরকার। তবে পটুয়াখালী নদীবন্দর কর্তৃপক্ষ পটুয়াখালী থেকে কোনো যাত্রীবাহী লঞ্চ ছাড়তে রাজি নয়। 

শনিবার (৩১ জুলাই) রাত ১০টায় পটুয়াখালী নদীবন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

লঞ্চের একাধিক স্টাফ জানান, এই স্বল্প সময়ের মধ্যে পটুয়াখালী থেকে নদীপথে ঢাকা পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়।

পটুয়াখালী নদীবন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, “সরকার ঘোষিত রোববার বেলা ১২টার মধ্যে যাত্রী নিয়ে ডাবল ডেকার কোনো লঞ্চ ঢাকা পৌঁছানো সম্ভব নয়। পটুয়াখালী নদীবন্দর থেকে ঢাকার সদরঘাট পৌঁছাতে একটি লঞ্চের কমপক্ষে ১২ ঘণ্টা সময় প্রয়োজন।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!