• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২, ২ রবিউল আউয়াল ১৪৪৬

পলিথিনের ভেতর বিষধর সাপ নিয়ে হাসপাতালে কৃষক, অতঃপর...


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৯, ২০২৫, ০৭:০১ পিএম
পলিথিনের ভেতর বিষধর সাপ নিয়ে হাসপাতালে কৃষক, অতঃপর...

শরীয়তপুরের ভেদরগঞ্জে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ের শিকার হয়েছেন আজিজুল হক পাইক (৬৫) নামে এক কৃষক। পরে সাপটিকে কাস্তের আঘাতে মেরে পলিথিনে ভরে চিকিৎসার জন্য হাসপাতালে ছুটে আসেন তিনি।

রোববার (২৯ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবদুর রাজ্জাক। 

এর আগে শনিবার (২৮ জুন) বিকেলে সখিপুর চরভাগা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজিজুল হক পাইক শনিবার বিকেলে মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় তার হাতে একটি রাসেলস ভাইপার সাপ কামড় দেয়। পরে তিনি সঙ্গে থাকা কাস্তে দিয়ে দ্রুত সাপটিকে আঘাত করে দেহ থেকে মাথা আলাদা করে ফেলেন। এরপর পলিথিনে ভরে সাপটি নিয়ে দ্রুত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ছুটে আসেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

এ বিষয়ে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবদুর রাজ্জাক বলেন, এক ব্যক্তি শনিবার সন্ধ্যায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আসেন। তাকে ওই সাপটি কেটেছে বলে জানান। পরবর্তীতে তাকে চিকিৎসা দেওয়া হয়। তিনি পর্যবেক্ষণে আছেন।

Link copied!