মাটি খুঁড়ে যুবককের লাশ উদ্ধার


সাভার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০৮:২০ পিএম
মাটি খুঁড়ে যুবককের লাশ উদ্ধার

সাভারে মাটি খুঁড়ে পরিচয়হীন যুবককের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের দক্ষিণ মেটকা গ্রামের পরিত্যক্ত একটি মাঠ থেকে ওই যুবককের লাশ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে ওই যুবককের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশের দায়িত্বরত কর্মকর্তা।

সাভার ট্যানারি ফাঁড়ির উপ-পরিদর্শক জাহিদুর জানান, খবর পেয়ে পরিত্যক্ত একটি মাঠ থেকে মাটি খুঁড়ে এক যুবককের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে  নিহতের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!