গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি রাইস মিলের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত (৪০) এক চোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালের দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর (উত্তরপাড়া) এলাকা থেকে একটি ট্রান্সফরমারসহ ওই চোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, গয়েশপুর (উত্তরপাড়া) গ্রামের মৃত ফেলান ব্যাপারীর ছেলে ইব্রাহীম ব্যাপারী প্রায় একযুগ আগে বৈদ্যুতিক সংযোগ নিয়ে রাইস মিল পরিচালনা করে আসছেন।
এরই মধ্যে বুধবার রাত সাড়ে ৩টার দিকে একটি সংঘবদ্ধ চোরের দল একটি বৈদ্যুতিক খুঁটি থেকে দুটি ট্রান্সফরমার খুলে নেয়। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে এক চোর ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনাটি টের পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
পরে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে চোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে ওই রাইস মিলের মালিক ইব্রাহীম ব্যাপারী বলেন, “আমার মিলের বৈদ্যুতিক খুঁটিতে তিনটি ট্রান্সফরমার ছিল। এর মধ্য দু’টি খুলেছে চোরের দল। এর একটি নিয়ে গেছে আরেকটি মাটিতে ফেলে রেখে গেছে। এই চোরের দলের একজন বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে নিহত হয়েছেন।”
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, “খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যাই। সেখান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধারসহ একটি ট্রান্সফরমার জব্দ করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।”
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































