• ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২, ২০ মুহররম ১৪৪৬

রাজশাহীতে দেড় হাজার কোটি টাকার আম-বাণিজ্যের আশা


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: মে ৪, ২০২৩, ০১:২১ পিএম
রাজশাহীতে দেড় হাজার কোটি টাকার আম-বাণিজ্যের আশা

আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহী। চলতি মৌসুমে দেড় হাজার কোটি টাকার আম বিক্রির আশা করেছে কৃষি বিভাগ।

বৃহস্পতিবার (৪ মে) থেকে রাজশাহীতে আম পাড়া শুরু হয়েছে। বাজারে পাওয়া যাবে গুটি জাতের আম।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত বছর এক হাজার কোটি টাকার মতো আমের বাণিজ্য হয়েছে। চলতি মৌসুমে দেড় হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।

তথ্য অনুযায়ী, গত বছর রাজশাহী জেলায় ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আমের চাষ হয়েছিল। আর এ বছর রাজশাহীতে ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকলে ২ লাখ ৫৮ হাজার মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।

রাজশাহীর মোহনপুর উপজেলার বৃহত্তম হাটরা বাগান লিজ নিয়ে আম চাষ করছেন লালন শেখ। তিনি বলেন, এ বছর আমের ফলন ভালো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো লাভ হবে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন বলেন, “রাজশাহীতে এবার আমের খুবই ভালো ফলন হয়েছে। গত বছর প্রতি মণ আম ৩ হাজার ২০০ থেকে ৪ হাজার টাকাতে বিক্রি হয়েছে। এবারও চাষিরা ভালো দাম পাবেন, এমনটাই আশা করছি। সবকিছু অব্যাহত থাকলে কৃষকরাও ন্যায্যমূল্য পাবেন।”

এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, “বাজারে পরিপক্ব ও নিরাপদ আম নিশ্চিত করতে প্রতিবছরই তারিখ নির্ধারণ করা হয়। এবারও সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে তারিখ ঠিক করা হয়েছে। আর চাষিরাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে প্রশাসন কাজ করছে। মাঠপর্যায়ে তদারকি থাকবে।”

বুধবার (৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সভায় আম বাজারজাতকরণের ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করা হয়। ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার থেকে গুটি আম বাজারজাত করতে পারবেন চাষিরা।

Link copied!