• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় দুই সেনা সদস্য নিহত


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ১০:৪১ এএম
সড়ক দুর্ঘটনায়  দুই সেনা সদস্য নিহত

সিরাজগঞ্জের কোনাবাড়িতে সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে সেনাবাহিনীর টহল পিকআপের সংঘর্ষে ২ সেনা সদস্য নিহত হয়েছেন।

সোমবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কোনাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও অন্তত ৩ জন গুরুতর আহত হন। 

নিহতরা হলেন করপোরাল মেহেদী (৩৫) ও সেনা সদস্য দীপংকর (২৮)। আহত সেনা সদস্যদের মধ্যে রয়েছেন ল্যান্স করপোরাল ইমরান (৩০), সার্জন ফিরোজ (৩৫) ও সেনা সদস্য মঈনুল হোসেন (২১)। তারা টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাস ৩৭ রেজিমেন্ট (এবি) আর্টিলারির সদস্য।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, “সেনা সদস্যরা বঙ্গবন্ধু সেতুর নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন।”

ওসি জানান, বঙ্গবন্ধু সেতুর পাহারায় নিয়োজিত সেনা সদস্যদের বহনকারী গাড়ির পেছনের চাকা ফেটে যায়। গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ৫ সেনা সদস্য আহত হন।

আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ২ সেনা সদস্যকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে সার্জন ফিরোজের অবস্থার অবনতি হওয়ায় তাকে হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে বলে জানান ওসি মোসাদ্দেক হোসেন।

Link copied!