• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬
করোনা

সিলেট বিভাগে কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০৩:৪৬ পিএম
সিলেট বিভাগে কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

সিলেট বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৯০ জনের। একদিনের ব্যবধানে বিভাগটিতে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত।

নতুন করে করোনায় প্রাণ হারানোদের মধ্যে ৬ জন সিলেট জেলার ও ১ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।

সোমবার (৩০ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪৫ জন, সুনামগঞ্জের ১২, হবিগঞ্জের ১৫৯ ও মৌলভীবাজারের ৩৯ জন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেট বিভাগে এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৮১৪। যার মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় ২৮ হাজার ১০ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৮১ জন, হবিগঞ্জে ৬ হাজার ৮৪৩ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৭২৭ জন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪ হাজার ৫৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের দেওয়া তথ্য মতে, সিলেটে এ পর্যন্ত করোনায় মোট প্রাণহানি হয়েছে ১ হাজার ৫৯ জনের। যার মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় ৭৭৩ জন। এছাড়া সুনামগঞ্জের ৭২ জন, হবিগঞ্জের ৪৬ জন, মৌলভীবাজারের ৭২ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৯৬ জনের প্রাণহানি হয়েছে করোনায়।

শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়েছেন ২৫৯ জন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৭ জন।

Link copied!