• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

বান্দরবানে চলছে পরিবহন ধর্মঘট


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১, ০২:৩৪ পিএম
বান্দরবানে চলছে পরিবহন ধর্মঘট

জ্বালানি তেলের দাম বাড়ানো কারণে সারা দেশে ন্যায় অনির্দ্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে বান্দরবানে পরিবহন মালিক সমিতি। এতে বন্ধ রয়েছে দুরপাল্লার যানবাহন। 

শুক্রবার (৫ নভেম্বর) সকালে থেকে বান্দরবান বাসস্ট্যান্ড, রোয়াংছড়ি বাসস্ট্যান্ড, থানচি ও রুমা বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লা বাস চলাচল বন্ধ দেখা গেছে। কোনো দূরপাল্লার বাস প্রবেশ করেনি বান্দরবান শহরে। শুধু ছোট ছোট যানবাহন চলাচলে দ্বিগুন ভাড়া  নিচ্ছে। এতে ভোগান্তিতে দেখা গেছে সাধারণ যাত্রীদের। 

সকাল হতে দেখা যায় ধর্মঘটের কারণে বান্দরবান থেকে চট্টগ্রাম, রাঙামাটি ও ঢাকার উদ্দেশ্যে কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে বাসস্ট্যান্ডগুলোতে মাহিন্দ্রা ১০ হতে ২০টাকা ভাড়া বাড়িয়ে যাত্রী উঠাচ্ছে। এতে ভাড়া বেশি কারণে ভোগান্তিতে ক্ষোভ প্রকাশ করেছে যাত্রীরা। অন্যদিকে তেলের দাম বেড়ে যাওয়া ক্ষোভ প্রকাশ করেন গাড়ি চালকরা। তাদের ভাষ্যমতে তেলে দাম বাড়ানো কারণে ১০ টাকা ভাড়া বেড়ে দেওয়া হয়েছে। না বাড়ালে তাদের তেলের দাম পোষাবে না। তাই বাধ্য হয়ে হয়ে ভাড়া বাড়তি নিতে হয়েছে বলে জানান চালকরা।

সাধারণ যাত্রী ইউসুফ আলী বলেন, সরকার তেলে দাম বাড়ানো কারণে আজ সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। কেরানিহাট ভাড়া ১০ টাকা করে বাড়তি দিয়ে যেতে হচ্ছে।

জানা যায়, বুধবার মধ্যরাত থেকে ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। এ নিয়ে সারা দেশের পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা নিজেদের মধ্যে বৈঠক করেছেন। এসব বৈঠক থেকেই ভাড়া বৃদ্ধির ঘোষণা না দেওয়া পর্যন্ত পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পরিবহন মালিক সমিতি। 

বান্দরবান পূর্বানী চেয়ার কোচ মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কান্তি দাশ বলেন, গতকাল হতে তেল দাম বাড়তি হওয়ার কারণে অনির্দ্দিষ্টকালের জন্য বান্দরবান পরিবহনে ধর্মঘট শুরু হয়েছে। কেন্দ্র থেকে কোনো মতামত না আসার পর্যন্ত এই ধর্মঘট চলতে থাকবে।

Link copied!