• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

পদ্মার পানি ২০ দিন ধরে বিপৎসীমার ওপরে


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ১২:১৯ পিএম
পদ্মার পানি ২০ দিন ধরে বিপৎসীমার ওপরে

রাজবাড়ীতে ৩টি পয়েন্টেই ২০ দিন ধরে পদ্মার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৬ আগস্ট থেকে ৩ দিন পানি ২টি পয়েন্টে কমলেও ফের ২৯ আগস্ট থেকে বাড়তে শুরু করে।

সোমবার (৬ সেপ্টেম্বর) রাজবাড়ী জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ এই তথ্য নিশ্চিত করে বলেন, “দৌলতদিয়া পয়েন্টে এখনো পানি বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও আজ গোয়ালন্দ পয়েন্টে পানি ৫ সেন্টিমিটার কমেছে। আশা করছি এ সপ্তাহের মধ্যে পানি কমতে শুরু করবে।”

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ১৭ আগস্ট গোয়ালন্দ পয়েন্টে ১৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। ১৮ আগস্ট পানি আরও ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ১৯ আগস্ট পানি আরও ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ২০ আগস্ট পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

২১ আগস্ট পানি আরও ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ২২ আগস্ট ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ২৩ আগস্ট পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ২৪ আগস্ট পানি কিছুটা হ্রাস পেয়ে বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ২৮ আগস্ট পানি আরও ৪ সেন্টিমিটার কমে। ৩০ আগস্ট থেকে আবারও বাড়তে থাকে পদ্মার পানি। সর্বশেষ ৫ সেপ্টেম্বর বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক জানান, জেলায় বর্তমানে ৬৭টি গ্রামের ৪০ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তবে নতুন করে কোনো গ্রাম প্লাবিত হয়েছে কি না, তা নিয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক এস এম সহীদ আকবর বলেন, ১৫১ হেক্টর জমি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পানি দ্রুত না সরলে এই ১৫১ হেক্টর জমির ফসলই নষ্ট হয়ে যাবে।

Link copied!