বিভিন্ন সময় ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি নারী ও শিশুকে উদ্ধারের পর ফেরত পাঠিয়েছে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কর্মকর্তারা। ২ থেকে ৯ বছর আগে এরা দেশের বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচারের শিকার হয়েছিল।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় তাদের ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে ট্রাভেল পারমিটে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করা হয়। এনিয়ে গত এক মাসে ভারতে পাচার হওয়া ৮৩ জন বাংলাদেশি নারী ও শিশু উদ্ধারের পর ফেরত আসল দেশে।
কলকতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের (ফাস্ট সেক্রেটারি পলিটিক্যাল-১) শামিমা ইয়াসমিন স্মৃতি জানান, উদ্ধারের পর ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন সেভ হোমে এসব নারী ও শিশুরা ছিল। ভালো কাজের প্রলোভনে এবং অবৈধ ভাবে সীমান্ত পথে ভারত প্রবেশ করে এরা আটক হয়েছিল। বাংলাদেশের এনজিও সংস্থার সদস্যদের কাছে নারী ও শিশুদের তুলে দেওয়া হচ্ছে। তারা এসব শিশুদের তাদের পরিবারের কাছে পৌঁছে দেবে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি মুজিবর রহমান জানান, ২০ নারী ও শিশুকে ইমিগ্রেশন কার্যক্রম শেষে বন্দর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে ৩টি এনজিও শিশুদের আইনি সহয়তা দিতে গ্রহণ করেছে।