• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

জামালপুরে নতুন করে করোনায় আক্রান্ত ৬৫


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৬:১৭ পিএম
জামালপুরে নতুন করে করোনায় আক্রান্ত ৬৫

জামালপুরে নতুন করে করোনায় আরও ৬৫জন আক্রান্ত হয়েছে। এদিনে আরও একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জুলাই) জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষার ল্যাবে ১৬৪টি নমুনা পরীক্ষা করে ২৫জন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষার ল্যাব ৫৬টি নমুনা পরীক্ষা করে ১০জন এবং জেলা/উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭৭টি নমুনা পরীক্ষা করে ৩০জনের রিপোর্ট পজেটিভ এসেছে।

সারা জেলায় ৩৯৭টি নমুনা পরীক্ষা করে ৬৫জনের রিপোর্ট পজেটিভ হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে জামালপুর সদর ১৫জন, সরিষাবাড়ি উপজেলায় নয়জন, মাদারগঞ্জ উপজেলায় সাতজন, মেলান্দহ উপজেলায় একজন, বকশিগঞ্জ উপজেলায় ২৩জন, দেওয়ানগঞ্জ উপজেলায় নয়জন ও ইসলামপুর উপজেলায় একজন রয়েছে।

এছাড়া সরিষাবাড়ি উপজেলায় সাজিদা (৩০) নামের গর্ভবতী নারী করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছে ৩৬৭৯ জন, তাদের মধ্যে সুস্থ ২৮৯৭জন। এ পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছে ৭১জন। 
আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জামালপুরের বাইরে পাঠানো হয়েছে ৪১জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৬৬৭জন। বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

Link copied!