• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬

গোসল করতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০৭:৪৪ পিএম
গোসল করতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ইসরাত জাহান নুহা (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

তার সঙ্গে পুকুরে ডুবে গুরুতর অসুস্থ হয়েছে জান্নাতুল নাঈমা অহনা (১২) নামের আরেক ছাত্রী। তারা দুইজনই সাঁতার জানতো না বলে জানিয়েছে স্থানীয়রা।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে প্রসাদপুর গ্রামের সুলতান মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইসরাত জাহান নুহা ওই গ্রামের দিদার হোসেন কাঞ্চণের মেয়ে। অসুস্থ জান্নাতুল নাঈমা অহনা একই বাড়ির সৌরভ হোসেনের মেয়ে। তারা দুইজন সোমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির অন্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করতে যায় নুহা ও অহনা। গোসল করার সময় অসাবধানতা বসত পুকুর ঘাট থেকে দুইজন পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। এসময় অন্য শিশুরা চিৎকার করলে বাড়ির লোকজন এগিয়ে এসে ডুবন্ত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে খিলপাড়া আব্দুল ওহাব মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুহাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় অহনাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল আলম চৌধুরী বলেন, আমার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়তো নুহা। সে অনেক মেধাবী ছাত্রী ছিল।
 

Link copied!