ক্যাম্প থেকে অপহৃত রোহিঙ্গা উদ্ধার 


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৭:২০ পিএম
ক্যাম্প থেকে অপহৃত রোহিঙ্গা উদ্ধার 

কক্সবাজারের টেকনাফ শালবাগান ক্যাম্প থেকে অপহৃত রােহিঙ্গা যুবক মাে. রফিককে (৩৯) উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে তাকে উদ্ধার করা হয়েছে। 

মাে. রফিক ক্যাম্প-২৬-এর (শালবাগান, ব্লক নং বি/৬, এফসিএন-২৬৭২৮৯) মৃত জয়নালের ছেলে। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) অধিনায়ক এসপি মাে. তারিকুল ইসলাম তারিক খবরটি জানিয়েছেন। তিনি জানান, অজ্ঞাতনামা ২০/২৫ জন সন্ত্রাসী মাে. রফিককে বসতঘর থেকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। ঘটনার পর শালবাগান এপিবিএন ক্যাম্পের একাধিক টিম সম্ভাব্য সকল স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করে। আভিযানিক তৎপরতার একপর্যায়ে ক্যাম্প সংলগ্ন পাহাড়ের পাদদেশ থেকে মাে. রফিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এসপি তারিক আরো জানান, ভিকটিমকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!