• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

কোনটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২, ১০:৩২ এএম
কোনটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর?

২০২২ সালের সবচেয়ে ব্যয়বহুল ১০ শহরের তালিকার প্রথমে রয়েছে সিঙ্গাপুর এবং নিউ ইয়র্ক। প্রতিবছরের মতো এবারও World’s Most Expensive Cities তালিকা তৈরি হয়েছে। মজাদার এই তালিকায় উঠে এসেছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও সস্তা শহরের নাম। তালিকায় দামাস্কাস এবং ত্রিপোলি বিশ্বের সস্তাতম শহরের তকমা পেয়েছে।

এই বছরের বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ১০ শহরের তালিকায় কোন কোন শহর রয়েছে চলুন জেনে নেই।

সবচেয়ে ব্যয়বহুল ১০ শহরের তালিকার প্রথমে রয়েছে সিঙ্গাপুর এবং নিউ ইয়র্ক।


 
 

সিঙ্গাপুর এবং নিউ ইয়র্কের পর রয়েছে ইজরায়েলের তেল আভিভ, চিনের হংকং,  মার্কিন যুক্তরাষ্ট্র লস অ্যাঞ্জেলস। 
 


 

বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় আরও রয়েছে-- সুইজারল্যান্ডের জুরিখ ও জেনেভা, মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো,  প্যারিস, কোপেনহাগেন, ডেনমার্ক এবং সিডনি।
 

বছরের সবচেয়ে সস্তা ১০ শহরের তালিকায় কোন কোন শহরের নাম তালিকায় উঠে এসেছে চলুন দেখে আসি।

 

বিশ্বের সবচেয়ে সস্তা দেশের তালিকায় প্রথমেই রয়েছে কলম্বো (শ্রীলঙ্কা), আলমাটি (কাজাখিস্তান), করাচি (পাকিস্তান)-র নাম।
 

সস্তা শহরের তালিকায় রয়েছে উজবেকিস্তানের তাশখন্দ, তিউনিস, তেহরানের নাম।
 

এরপর সস্তার তালিকায় আরও স্থান পেয়েছে ভারতের বেঙ্গালুরু, চেন্নাই এবং আহমেদাবাদ।

Link copied!