• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

বিশ্বের প্রথম উড়ন্ত জাদুঘর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১, ০১:০৬ পিএম
বিশ্বের প্রথম উড়ন্ত জাদুঘর

জাদুঘরে স্থান পায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো। বিশ্বের সব দেশেই প্রত্নতাত্ত্বিক নিদর্শন উপস্থাপনে জাদুঘর প্রতিষ্ঠিত রয়েছে। তবে উড়ন্ত জাদুঘর হয়তো এর আগে কেউ দেখেনি। অবিশ্বাস্য় হলেও  সত্য, এবার উড়ন্ত জাদুঘর নির্মাণ করেছে সৌদি আরব। 

বিশ্বের প্রথমবারের মতো উড়ন্ত জাদুঘর নির্মাণ করেছে সৌদি সরকার। ৪ নভেম্বর বৃহস্পতিবার জাদুঘরটির চালু করা হয়েছে। দর্শনার্থীরা উড়ন্ত জাদুঘরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করবেন এরোপ্লেনে চড়ে।

আরবের রাজধানী রিয়াদ ও প্রাচীন শহর আলউলার মধ্যে উড়োজাহাজে ভ্রমণের মাধ্যমে দর্শনার্থীরা এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখতে পারবেন। উড়োজাহাজে ওঠা যাত্রীরা ‘আর্কিটেক্টস অব এনসিয়েন্ট অ্যারাবিয়া’ নামের ডিসকভারি চ্যানেলের তথ্যচিত্রও দেখতে পারেন।

আরব নিউজ জানায়, উড়ন্ত জাদুঘরটি রয়্যাল কমিশন ফর আলউলা ও সৌদির রাষ্ট্রীয় পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের একটি যৌথ সহযোগিতামূলক প্রকল্প।

প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আলউলায় আবিষ্কৃত নিদর্শনগুলোর প্রতিরূপের (রেপ্লিকা) সংগ্রহ প্রদর্শিত হবে এই উড়ন্ত জাদুঘরে।

কমিশনের প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য গবেষণার প্রধান রেবেকা ফুটি বলেন, “আলউলা আরব পেনিনসুলার এক গুপ্তধন। ধীরে ধীরে এই রহস্য আবিষ্কার হয়েছে।"

সৌদিয়া এয়ারলাইনস জানায়, উড়ন্ত এই জাদুঘরটির লক্ষ্য হচ্ছে আলউলার ঐতিহ্য তুলে ধরা এবং একে একটি পর্যটন গন্তব্য হিসেবে প্রচার করা। উড়ন্ত জাদুঘরের যাত্রীরা মাসা আল হিজর শহর পরিদর্শনে প্রথমবার টিকিট বুকিংয়ের সুযোগ পাবেন।

Link copied!