• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

বিশৃঙ্খলায় বিমানবন্দরে হয়নি সংবাদ সম্মেলন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ০৫:৩১ পিএম
বিশৃঙ্খলায় বিমানবন্দরে হয়নি সংবাদ সম্মেলন

বিজয়ী বেশে দেশে ফেরা ফুটবল নারী দলের প্রথম সংবাদ সম্মেলন আয়োজিত হওয়ার কথা ছিল। সংবাদ সম্মেলন শুরু হলেও সময়ের অভাব দেখিয়ে তা বাতিল করে বাফুফে।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে সাবিনা-সানজিদারা। সকাল থেকে তাদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বাফুফে কর্মকর্তা ও সমর্থকরা।

দেশের ফুটবলকে আবারও জাগ্রত করা মেয়েদের দেশে ফেরার কার্যক্রম কাভার করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন অসংখ্য সংবাদকর্মী। তাদের অতিরিক্ত চাপেই সাবিনাদের বের হওয়ার পথ তৈরি করতে বেশ হিমশিম খেতে হয়।

ফলে বাধ্য হয়েই সংবাদ সম্মেলন বাতিল করে দেয় বাফুফে। তবে মতিঝিলে বাফুফে ভবনের নির্ধারিত সংবাদ সম্মেলন হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। 

Link copied!