• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো ব্রাজিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২২, ০৭:২৯ পিএম
ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো ব্রাজিল
ছবি সংগৃহীত

ফিফা র‌্যাংকিংয়ে সবশেষ ২০১৭ সালের আগস্টে শীর্ষে উঠেছিল লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল। এরপর প্রায় সাড়ে চার বছর কেটে গেলেও নেইমার-সিলভারা শীর্ষে উঠতে পারেননি। অবশেষে আবারও শীর্ষ স্থান দখলে নিয়েছে আন্তর্জাতিক ফুটবলে অন্যতম পরাশক্তি হিসেবে পরিচিত বিশ্বকে সাম্বার মোহিত ছন্দে মাতিয়ে রাখা দলটি।

বৃস্পতিবার (৩১ মার্চ) ফিফার প্রকাশিত সবশেষ হাল নাগাদ হিসাবে ১৮৩২.৬৯ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে এসেছে ব্রাজিল। ১৮২৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে বেলজিয়াম। 

সেরা আটে থাকা বাকি দলগুলোর মধ্যে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। যার কারণে ফ্রান্স তিন নম্বরে, আর্জেন্টিনা চারে, ইংল্যান্ড পাঁচে, ইতালি ছয়ে, স্পেন সাতে ও পর্তুগাল আট নম্বর অবস্থানে অপরিবর্তিত রয়েছে।

কাতার বিশ্বকাপের বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ব্রাজিল শীর্ষে ফিরেছে। কনমেবল অঞ্চলের বাছাইয়ের শেষ দুই ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। প্রথম ম্যাচে চিলিকে ৪-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে বলিভিয়ার বিপক্ষে একই ব্যবধানে জয় পায় তারা। 

বুধবার (৩০ মার্চ) বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের হয়ে ম্যাচে জালের দেখা পান রিচার্লিসন, লুকাস পাকুয়েতা ও ব্রুনো গুইমারেস। রিচার্লিসন করেন জোড়া গোল। আবার মাঠে ছিলেন না সেলেসাওদের সবচেয়ে বড় তারকা নেইমার। তবুও কোচ তিতের দলের এমন উন্নতি হেক্সা জয়ের মিশনে বাড়টি শক্তি যোগাবে বলে ধরে নেয়া যায়। 

Link copied!