• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬
বিপিএল

ফাইনালে উঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে চট্টগ্রাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৫:১১ পিএম
ফাইনালে উঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে চট্টগ্রাম
ছবি সংগৃহীত

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ফাইনালে উঠার লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অলিখিত সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫ টায়। 

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাত্র ১০ রানে হেরে যায় অধিনায়ক ইমরুল কায়েসের কুমিল্লা। অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সকে ৭ রানের ব্যবধানে হারিয়ে কোয়ালিফায়ার ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করে। 

চট্টগ্রাম তাদের একাদশে একটি পরিবর্তন করেছে। ক্যারিবিয় ব্যাটার কেনার লুইসের পরিবর্তে দলে ফিরেছেন চট্টগ্রামের সর্বোচ্চ রান সংগ্রাহক ইংলিশ ব্যাটার উইল জ্যাকস। পেটের সমস্যার কারণে এলিমিনেটর ম্যাচে একাদশে ছিলেন না তিনি। 

অন্যদিকে কুমিল্লা তাদের একাদশে দুই পরিবর্তন এনেছে। উইকেটকিপার ব্যাটার মুকিদুল ইসলাম অঙ্কন ও স্পিন অলরাউন্ডার নাহিদুল ইসলামকে একাদশ থেকে বাদ দিয়ে অলরাউন্ডার আরিফুল হক ও পেসার আবু হায়দার রনিকে দলে দিয়েছে তারা। 

আজকের ম্যাচের বিজয়ী দল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টায় ফাইনাল ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে শিরোপা নির্ধারনী ম্যাচে মাঠে নামবে। 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: উইল জ্যাকস, জাকির হাসান, আফিফ হোসেন (অধিনায়ক), চ্যাডউইক ওয়ালটন, মেহেদি হাসান, বেনি হাওয়েল, আকবর আলী (উইকেটরক্ষক), শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদুল হাসান জয়, ইমরুল কায়েস (অধিনায়ক), ফাফ ডু প্লেসিস, মঈন আলী, আরিফুল হক, সুনীল নারিন, শহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও আবু হায়দার রনি।

Link copied!