• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
বিপিএল

প্লে অফে যেতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের লক্ষ্য ১৮৬ রান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০২:২৯ পিএম
প্লে অফে যেতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের লক্ষ্য ১৮৬ রান
ছবি সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হাই ভোল্টেজ ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক বোপারার ঝড়ো ব্যাটিংয়ের সিলেট সানরাইজার্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান করে। এই ম্যাচ জিতলে তৃতীয় দল হিসেবে প্লে-অফের টিকিট পাবে চট্টগ্রাম। আর হেরে গেলে তাদেরকে অপেক্ষা করতে হবে রাতের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে খুলনা টাইগার্সের বড় পরাজয়ের। এছাড়া চট্টগ্রাম হারলে প্লে অফে চলে যাবে মিনিস্টার ঢাকা।

শনিবার (১২ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সিলেটকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল চট্টগ্রাম। প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই ছিল সিলেটের।

উদ্বোধনী জুটিতে সিলেটের দুই ওপেনার কলিন ইনগ্রাম ও এনামুল হক বিজয় উড়ন্ত সূচনা এনে দেন। মাত্র ৪.৫ ওভারে স্কোরবোর্ডে ৪১ রান যোগ করেন দুজনে।

এরপর দ্রুত বিদায় নেন ইনগ্রাম ও মিজানুর রহমান। মেহেদি হাসান মিরাজের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ১ চার ও ২ ছয়ের মারে ১৯ বলে ২৪ রান করা ইনগ্রাম। আর পরের ওভারে আউট মৃত্যুঞ্জয় চৌধুরীর শিকারে পরিণত হওয়ার আগে ৩ বলে কোনো রান করতে পারেননি মিজানুর।

তৃতীয় উইকেট জুটিতে ৬.২ ওভারে ৫৪ রান যোগ করেন এনামুল বিজয় ও লেন্ডল সিমন্স। কিন্তু দুজনের কেউই ব্যক্তিগত ফিফটি ছুঁতে পারেননি। মৃত্যুঞ্জয়ের করা ১৩তম ওভারে সাজঘরে ফেরার আগে এনামুল ২৫ বলে ২৯ ও সিমন্স ২৮ বলে খেলেন ৪৭ রানের ঝড়ো ইনিংস।

ইনিংসের বাকি পথটা সামাল দেন সাবেক অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও বর্তমান অধিনায়ক রবি বোপারা। এ দুজন মিলে মাত্র ৬.৫ ওভারে যোগ করেন ৮০ রান। সৈকত-বোপারার ঝড়ে শেষের ৪ ওভার থেকেই ৬১ রান তুলে নেয় সিলেট।

একদম শেষ ওভারে আউট হওয়ার আগে ২ চার ও ৪ ছয়ের মারে মাত্র ২১ বলে ৪৪ রান করেন বোপারা। অন্যদিকে ৩ চার ও ২ ছয়ে ২২ বলে ৩৫ রান নিয়ে অপরাজিত থাকেন মোসাদ্দেক সৈকত।

চট্টগ্রামের পক্ষে বল হাতে মৃত্যুঞ্জয় নিয়েছেন ৩ উইকেট। এছাড়া মেহেদি মিরাজ ও শরিফুল ইসলামের শিকার ১টি করে উইকেট।

খেলা বিভাগের আরো খবর

Link copied!