• ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২, ১৮ মুহররম ১৪৪৬

পুত্রশোকে আচ্ছন্ন ক্রিস্টিয়ানো রোনালদো


ফারজানা ববি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২২, ০৮:৫৩ এএম
পুত্রশোকে আচ্ছন্ন ক্রিস্টিয়ানো রোনালদো

সোমবার পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে পুত্রবিয়োগের খবর জানান। তিনি এবং তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ একটি যৌথ বিবৃতিতে তাদের ছেলেসন্তান প্রসবের সময় মারা গেছে বলে জানান।

ম্যানচেস্টার সিটির ৩৭ বছর বয়সী তারকা সোমবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে খবরটি পোস্ট করেছেন। বিবৃতিতে তিনি লেখেন, “গভীর দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, আমাদের নবজাতক ছেলেশিশু মারা গেছে। এটা সবচেয়ে গভীর ব্যথা, যা যে কোনো মা-বাবাই অনুভব করতে পারবেন। তবে আমাদের কন্যাসন্তানের জন্ম আমাদের এই মুহূর্তে আশা এবং সুখ নিয়ে বেঁচে থাকার শক্তি দিচ্ছে।”

বিবৃতিতে তিনি আরও জানান, “আমরা ডাক্তার এবং নার্সদের তাদের আন্তরিক প্রচেষ্টা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। আমাদের এই বিধ্বস্ত এবং কঠিন সময়ে আমাদের গোপনীয়তা রক্ষার জন্য সবার কাছে অনুরোধ করছি। আমাদের বাচ্চা ছেলে, তুমি আমাদের দেবদূত। আমরা সব সময় তোমাকে ভালোবাসব।”

গত অক্টোবর মাসে রোনালদো বলেছিলেন তিনি এবং রদ্রিগেজ যমজ সন্তানের বাবা-মা হতে চলেছেন। তারা ইতিমধ্যে চার সন্তানের বাবা-মা। এর মধ্যে দুজন যমজ।

Link copied!