বিশ্বকাপ জয়ী ফরাসি ফুটবলা জিনেদিন জিদানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে গত কয়েকদিন ধরেই বেশ চাপে ছিলেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল নু গ্রেত। এছাড়া তার বিরুদ্ধে এক নারী ফুটবল এজেন্টকে যৌন হয়রানির অভিযোগও ছিল। সবমিলিয়ে তার পদ নিয়ে টানাটানি চলছি বেশ কয়েকদিন ধরেই।
এরপর বুধবার (১১ জানুয়ারি) ফ্রান্স ফুটবলের কার্যনিবাহী কমিটি এক জরুরি বৈঠকে বসেছিল। দুই ঘণ্টার সভা শেষে নোয়েলকে বরখাস্ত করার সিদ্ধান্তের কথা জানানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবশ্য ফ্রান্স ফুটবলের পক্ষ থেকে জানানো হয়েছে বৈঠকে কার্যনির্বাহী কমিটির ১৩ সদস্যের সঙ্গে আলোচনার পর লু গ্রেত নিজে থেকে অস্থায়ীভাবে দায়িত্ব থেকে অব্যাহতি নেন।
জিদানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর চারদিক থেকে প্রবল সমালোচনার মুখে সোমবার (৯ জানুয়ারি) প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন নোয়েল। তবে ক্ষমা চাইলে শেষ পর্যন্ত নিজের গদি বাঁচাতে পারলেন না তিনি।
ঘটনা শুরু হয় ফ্রান্সের বর্তমান কোচ দিদিয়ের দেশমের চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে। সেখানে এক প্রশ্নের উত্তরে জিদানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নোয়েল। এছাড়া এই ঘটনার মধ্যেই যেন আগুনে ঘি ঢালেন ফুটবল এজেন্ট সোনিয়া সোইদ। তার দাবি অনুযায়ী তাকে যৌণ হয়রানি করেছেন নোয়েল। এজন্য নোয়েলকে গ্রেফতারেরও দাবি জানান তিনি।