• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

বেকেনবাওয়ারের মৃত্যুতে বিশ্ব ফুটবলে শোকের ছায়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৪, ০৩:০২ পিএম
বেকেনবাওয়ারের মৃত্যুতে বিশ্ব ফুটবলে শোকের ছায়া
ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ছবি: সংগৃহীত

জার্মান ফুটবল কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ৭৮ বছর বয়সে মারা গেলেন। তার মৃত্যুতে ফুটবলের একটি যুগের অবসান হল, সারা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন কোচ এবং সাবেক ফুটবলাররা।

ফ্রান্স দলের কোচ দিদিয়ের দেশম বলেন, ‘এটি অত্যন্ত দুঃখের সময়, যখন আমি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মৃত্যুর সংবাদটি জানলাম। মারিও জাগালোর মৃত্যুর মাত্র কয়েকদিন পরেই তার মৃত্যু আমায় ভেঙে দিয়েছে। তার মধ্যে এমন একটি ক্লাস ছিল যা অনেকেই অনুকরণ করতে চেয়েছিলেন।’

জার্মান ফুটবল ফেডারেশনের ভাইস-প্রেসিডেন্ট হ্যান্স-জোয়াকিম ওয়াটজক বলেছেন, ‘ফ্রাঞ্জ বেকেনবাওয়ারকে পাওয়া আমার জীবনের একটি বড় সুযোগ বলে মনে করি। জাতীয় দলের সঙ্গে আমাদের সময় রোমে ১৯৯০ বিশ্বকাপের শিরোপা মুকুট দিয়েছিল, এমন একটি শিরোপা যা তার অসামান্য কোচিং পারফরম্যান্স ছাড়া কখনই সম্ভব হত না।’

জার্মান বুন্দেসলিগা বিবৃতিতে বলেছে, ‘ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মৃত্যুর খবর পেয়ে বুন্দেসলিগা পরিবার বিধ্বস্ত। একজন সত্যিকারের আইকন, তখন, এখন ও সর্বদা।’

জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেছেন, ‘ফ্রাঞ্জ বেকেনবাওয়ার যখন একটি ঘরে প্রবেশ করেন, ঘরটি আলোকিত হয়। আমি কৃতজ্ঞ এবং গর্বিত যে আমি তাকে জানতে পেরেছি, তাকে মনে রাখব।’

২০১৪ সালের জার্মান বিশ্বকাপজয়ী টমাস মুলার বলেছেন, ‘এফসি বায়ার্নের ক্লাব ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার দুর্ভাগ্যবশত আমাদের ছেড়ে চলে গেছেন। শান্তিতে বিশ্রাম নিন, কায়সার ফ্রাঞ্জ।’ 

ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকার বলেছেন, ‘ফ্রাঞ্জ বেকেনবাওয়ার মারা গেছেন শুনে খুব দুঃখিত। আমাদের খেলার পরম গ্রেটদের একজন।’

স্কটল্যান্ডের প্রাক্তন খেলোয়াড় কেনি ডালগ্লিশ বলেছেন, ‘ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, খেলার একজন সত্যিকারের আইকন, তার মৃত্যুর কথা শুনে আমি গভীরভাবে দুঃখ পেয়েছি।’ 

ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক পিটার শিল্টন বলেন, ‘এটা অত্যন্ত দুঃখের কথা। তিনি একজন দুর্দান্ত খেলোয়াড় ছিলেন।’
 

Link copied!