• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

উইম্বলডনের নতুন রাণী মারকেতা ভন্দ্রুসোভা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩, ১২:০০ পিএম
উইম্বলডনের নতুন রাণী মারকেতা ভন্দ্রুসোভা

প্রথমবারের মতো গ্র্যান্ডস্লাম শিরোপা জিতলেন মারকেতা ভন্দ্রুসোভা। উইম্বলডনে নারী এককের ফাইনালে, র‌্যাঙ্কিংয়ে ৬ নম্বরে থাকা ওনস জাবুরকে সরাসরি সেটে হারালেন এই চেক তারকা। একসঙ্গে প্রথম অবাছাই নারী খেলোয়াড় হিসেবে উইম্বলডন জিতে ইতিহাস গড়লেন তিনি। ফাইনালে জমজমাট লড়াই জাবুরকে দুই সেটেই হারান সমান ৬-৪ গেমে।

ম্যাচের শুরুটা দারুণ করেন র‌্যাঙ্কিংয়ে ৬ নম্বরে থাকা তিউনিসিয়ার তারকা ওনস জাবুর। কিন্তু প্রতিপক্ষের প্রথম সার্ভ ব্রেক করে দারুণভাবে কামব্যাক করেন র‌্যাঙ্কিংয়ের ৪২-এ থাকা ভন্দ্রুসোভা। দারুণ পারফরমেন্সে ফেভারিট জাবুরের সকল চ্যালেঞ্জ উতরে প্রথমবারের মতো গ্র্যান্ডস্লাম জিতেন তিনি।

ঘাসের এই কোর্টে এর আগে দ্বিতীয় রাউন্ডের গণ্ডি পার হতে পারেননি ভন্দ্রুসোভা। এবার চিত্রপট পুরোই উল্টো ছিলো। একের পর এক চমক জাগিয়ে, স্বপ্নের পথচলায় টেনিসের উন্মুক্ত যুগে প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে উইম্বলডনের নারী এককের ট্রফি উঁচিয়ে ধরলেন তিনি।

এর আগে, ২০১৯ সালে ফরাসি ওপেনের ফাইনাল খেলেছেন ২৪ বছর বয়সী ভন্দ্রুসোভা। সেই ফাইনালে অ্যাশলি বার্টিরকে জয় পেতে খুব একটা কষ্ট করতে হয়নি।

গত আসরে লন্ডনে থাকলেও মাঠের বাইরে বসে থাকতে হয়েছিলো ভন্দ্রুসোভাকে। কারণ হাতের ইনজুরি। সেই তিনি এক বছর পর দারুণ ক্যামব্যাক করলেন। অবাছাই হিসেবে হারালেন এক পাঁচ বাছাই খেলোয়াড়কে।

Link copied!