• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

ফাইনালে খেলার ব্যাপারে কী বললেন বেনজেমা?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০৩:২৩ পিএম
ফাইনালে খেলার ব্যাপারে কী বললেন বেনজেমা?

রোববার আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে খেলবে ফ্রান্স। দলের অন্যতম সেরা তারকা এবারের ব্যালন ডি‍‍’অর জয়ী করিম বেনজেমা ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন । রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ঊরুর চোটের কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়েছিলেন, তার বিশ্বকাপই শেষ।

তবে চোট কাটিয়ে বেনজেমা ফিরেছেন রিয়াল মাদ্রিদের অনুশীলনে। তিনি অনুশীলনে ফেরার পর গুঞ্জন ওঠে ফাইনাল খেলবেন বেনজেমা। ধারণা করা হয়েছিল, আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবেন বেনজেমা।

দলটির কোচ দিদিয়ের দেশমের কাছে এমন প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেছিলেন, “আমি সত্যিই এই প্রশ্নের উত্তর দিতে চাই না, পরবর্তী প্রশ্ন করুন। আমি ক্ষমাপ্রার্থী।”

তবে ফরাসি সাংবাদিক জুলিয়েন লরেন্সের মতে দেশমের কথাকে ভুলভাবে অনুবাদ বা ব্যাখ্যা করা হয়েছে। যেভাবে সংবাদ প্রকাশিত হয়েছে, উদ্ধৃতিগুলো সম্পূর্ণভাবে সঠিক ছিল না।

তিনি বলেন, “অনুবাদটি ভুল ছিল। তিনি (দেশম) বলেছিলেন, আমি আপনাকে উত্তর দিতে চাই না, কারণ এটি একটি বোকার মতো প্রশ্ন।”

অর্থাৎ বেনজেমার খেলার কোনো সম্ভাবনাই নেই।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো বলেছিলেন, তিনি ইনজুরিতে থাকা সব খেলোয়াড়কে ফাইনালে চান। এ কথায় মনে হচ্ছে খানিকটা বিরক্ত হয়েছেন বেনজেমাও। 

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বেনজেমা যে পোস্ট দিয়েছেন তার বাংলা অর্থ করলে দাঁড়ায়, “এই ব্যাপারে আমি আগ্রহী নই।”

বোঝাই যাচ্ছে ব্যালন ডি‍‍’অর জয়ী তারকা তাকে নিয়ে চারপাশে কথা রটায় পাত্তা দিতে চাচ্ছেন না।

Link copied!