• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

‘আমরা মেসিকে থামানোর চেষ্টা করব‍‍’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০৫:২২ পিএম
‘আমরা মেসিকে থামানোর চেষ্টা করব‍‍’

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বুধবার মরক্কোর বিপক্ষে ২-০ গোলে জয়ের পর ফ্রান্স দল নিয়ে অত্যন্ত গর্বিত। শিষ্যদের আরেকটি বিশ্বকাপ ফাইনালে নিয়ে যাওয়ার পর বলেছিলেন যে তার দল চমৎকার ফর্মে আছে।

রোববার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে মোকাবেলা করবে ফ্রান্স। দলের সেরা তারকা মেসিকে থামানোর উপায় খুঁজে বের করার চেষ্টা করবে বলে জানিয়েছেন কোচ।

দেশম বলেন, “আমি অত্যন্ত গর্বিত। ফাইনালে পৌঁছাতে পারাটা দারুণ কিন্তু এটা সহজ জয় ছিল না। আমি আমার খেলোয়াড়দের নিয়ে সত্যিই সন্তুষ্ট এবং গর্বিত।”

তিনি আরও বলেন, “বিশ্বকাপ টুর্নামেন্টের শুরু থেকেই মেসি দুর্দান্ত ফর্মে আছে। চার বছর আগে বিষয়গুলো আলাদা ছিল। সে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেছিল। এখন সে স্ট্রাইকার হিসেবে স্বাধীনতা নিয়ে খেলছে। তিনি দুর্দান্ত ফর্মে আছেন এবং অবশ্যই তিনি বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। আমরা যতটা সম্ভব মেসিকে মোকাবেলা করার চেষ্টা করব।"

১৯৫৮ এবং ১৯৬২ সালে ব্রাজিলের টানা দুই আসরে শিরোপা জয়ের পর ফ্রান্স ৫০ বছরের মধ্যে প্রথম দল হিসেবে টানা দুই আসরে বিশ্বকাপ শিরোপা জেতার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

চার বছর আগে রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ৪-৩ গোলের ব্যবধানে হারে আর্জেন্টিনা।

Link copied!