• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

আয়ারল্যান্ডের বিপক্ষে পৌনে চারটায় মাঠে নামছে টাইগাররা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৩, ১১:৪৩ এএম
আয়ারল্যান্ডের বিপক্ষে পৌনে চারটায় মাঠে নামছে টাইগাররা

চেমসফোর্ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে শুক্রবার (১২ মে) পৌনে চারটায় মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেলেও ম্যাচের আধিপত্য ছিল সফরকারীদের।

প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৪৬ রান করে টাইগাররা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। ১৬ দশমিক ৩ ওভারে ৬৫ রানে আয়ারল্যান্ডের ৩ উইকেট তুলে নেয় তামিমের দল।
প্রথম ম্যাচে মুশফিকুর রহিমের ৬১ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন নাজমুল হোসেন শান্ত। 

শান্ত একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে বলেন, “উইকেট ব্যাটিং সহায়ক ছিল। এখানে ২৯০-৩০০ রান করা সম্ভব। কিন্তু মাঠে নামার আগে উইকেট সম্পর্কে আমাদের ধারণা ঠিক ছিল না। পরে আমাদের বোলাররা ভালো করতে পারেননি। টপ অর্ডার ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। দুর্ভাগ্যবশত আমরা ভালো শুরু করতে পারিনি। বড় জুটি গড়া আমাদের দায়িত্ব ছিল। কিন্তু আমরা তা করতে ব্যর্থ হয়েছি। আশা করি, আমরা ভুল থেকে শিক্ষা নেব। পরের ম্যাচে পুরোপুরি খেলা হবে এবং আমরা লিড নিতে পারব।”

এখন পর্যন্ত ১৪টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এর মধ্যে ৯টিতে জয় ও ২টিতে হেরেছে বাংলাদেশ। তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
 

Link copied!