• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

লড়াই এবার লাল বলে, জয়ে ফিরতে মরিয়া বাংলাদেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩, ১২:২৩ এএম
লড়াই এবার লাল বলে, জয়ে ফিরতে মরিয়া বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সাদা বলের লড়াই শেষে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে লাল বলের লড়াইয়ে নামছে বাংলাদেশ। হারের বৃত্তে আটকে পড়া টাইগাররা জয়খরা কাটাতে মঙ্গলবার (৪ এপ্রিল) হোম অফ ক্রিকেটে সিরিজের একমাত্র টেস্টে আইরিশদের বিপক্ষে মাঠে নামবে। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

২০২২ সালের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে স্মরণীয় এক জয় পেয়েছিল বাংলাদেশ। কিন্তু এপর টানা ৯ ম্যাচ খেলেও জয় নেই সাকিব আল হাসানের দলের। এ সময়ে আট ম্যাচ হার ও এক ম্যাচ ড্র করেছে তারা। ২০২০ সালে সর্বশেষ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতেছিল টাইগাররা। এরপর থেকেই ঘরের মাঠে জয়ের স্বাদ পায়নি টাইগাররা।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আগ্রাসী ক্রিকেট খেলেছে বাংলাদেশ। দুই সিরিজই জিতেছে তারা। টেস্টেও স্বাগতিকরা আগ্রাসী মেজাজ ধরে রাখতে চায় বলে জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, “টেস্ট ক্রিকেটও এখন আক্রমণাত্বকভাবে খেলা হচ্ছে। তাই আমাদেরও লক্ষ্য থাকবে আক্রমণাত্বক ক্রিকেটটা খেলা। দিন শেষে রান করাটাই মুখ্য। সাদা বল, লাল বল কোনো বিষয় না। মূল বিষয়টা হলো রান করা। একটা খেলোয়াড় রান পাচ্ছে কি না, ১০০ করছে কি না- এটাও অনেক গুরুত্বপূর্ণ।”

২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এখন পর্যন্ত তিনটি টেস্ট ম্যাচ খেলেছে  আয়ারল্যান্ড। সব ম্যাচেই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। এই ম্যাচের আইরিশ স্কোয়াডে ৯ জন ক্রিকেটারের নেই প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা। অন্যদিকে বাংলাদেশ থাকাদের মধ্যে ৪৭৩টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে।

সবমিলিয়ে দুই দলের মধ্যে শক্তিমত্তার পার্থক্য আকাশ-পাতাল। সেটা জানেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নি।  ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন,  “বাংলাদেশ হবে আমাদের টেস্ট খেলা চতুর্থ প্রতিপক্ষ। ইংল্যান্ডে তাদের বিপক্ষে খেলা ছিল কঠিন। পাকিস্তান আমাদের প্রথম প্রতিপক্ষ। আফগানিস্তানের সঙ্গেও খেলেছি। টেস্টে নতুন দলের বিপক্ষে খেলা সবসময়ই দারুণ। এটা ইতিহাসের বইয়ে লেখা থাকবে। বাংলাদেশের সত্যি কিছু ভালো ক্রিকেটার আছে।”

জিম্বাবুয়ের হয়ে আটটি টেস্ট খেলা পিটার মুর এবার আইরিশদের জার্সিতে খেলতে যাচ্ছেন নিজের প্রথম টেস্ট। আইরিশ নাগরিকত্ব পেতে জিম্বাবুয়ে ছাড়েন মুর।

আইরিশদের বিপক্ষে পেস আক্রমণের অন্যতম মূল সদস্য তাসকিন আহমেদকে পাচ্ছে না বাংলাদেশ। সাইড স্ট্রেইন ইনজুরিতে ছিটকে গেছেন তিনি। এছাড়া ছেলের অসুস্থতার কারণে ওপেনার তামিম ইকবালকে নিয়েও রয়েছে শঙ্কা।

এই দুজন ছাড়া পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। সাকিব-লিটনকে শঙ্কা থাকলেও তাদের দুজনকেই পাচ্ছে টাইগাররা।  

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়।

আয়ারল্যান্ড দল : অ্যান্ড্রু বলবির্নি (অধিনায়ক), পিটার মুর (উইকেটরক্ষক), লরকান টাকার (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, কার্টিস ক্যাম্পার, হ্যারি টেক্টর, মারে কমিন্স, ফিওন হ্যান্ড, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস ও বেন হোয়াট।

Link copied!