• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

ফাইনালে যেসব রেকর্ড মেসির সামনে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২, ০৫:২৯ পিএম
ফাইনালে যেসব রেকর্ড মেসির সামনে

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে ফ্রান্সের। লাতিন আমেরিকার দেশটির সেরা তারকা লিওনেল মেসির সামনে এই ফাইনালের মঞ্চই হাতছানি দিচ্ছে একাধিক রেকর্ডের। জানা যাক যেসব রেকর্ডের মালিক হতে পারেন মেসি।

১. অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড, ১৯টি।
২. ইতালির কিংবদন্তি পাওলো মালদিনি বিশ্বকাপে খেলেছেন ২২১৭ মিনিট। আর মাত্র ২৪ মিনিট খেললেই মালদিনিকে টপকে যাবেন মেসি।
৩. জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসা বিশ্বকাপে জয় পেয়েছেন ১৭ ম্যাচে। মেসির জয় ১৬ ম্যাচে। ফাইনাল জিতলেই ক্লোসার রেকর্ডে ভাগ বসাবেন মেসি।
৪. বিশ্বকাপে ব্রাজিল কিংবদন্তি পেলে অ্যাসিস্ট করেছেন ১০ গোলে। মেসি আর ১ অ্যাসিস্ট করলেই ছুঁয়ে দেবেন ব্রাজিলিয়ান সাবেক তারকাকে। ২ অ্যাসিস্ট করলে ছাড়িয়ে যাবেন পেলেকে।
৫. এবার গোল্ডেন বল জিতলে মেসি হয়ে যাবেন ইতিহাসের অংশ। অন্য কোনো ফুটবলারের দুই বার এই সোনার বল জয়ের কৃতিত্ব নেই।
৬. বিশ্বকাপে মেসির ১১ গোল ও ৯ অ্যাসিস্ট। পেলের গোল ১২ ও অ্যাসিস্ট ১০। আর মাত্র ২ গোলে অবদান রাখতে পারলে মেসি এক্ষেত্রেও ছুঁয়ে দেবেন পেলেকে।

Link copied!