• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

প্রথম ম্যাচে খেলা হচ্ছে না টিম সাউদি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩, ০৪:২৬ পিএম
প্রথম ম্যাচে খেলা হচ্ছে না টিম সাউদি
টিম সাউদি । ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আঙুলে ব্যথা পেয়েছিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। এরপর তার বিশ্বকাপ খেলা নিয়েই শঙ্কা দেখা দিয়েছিল। তবুও বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়েছিলেন কিউই পেসার। তবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সাউদিকে পাচ্ছে না নিউজিল্যান্ড, তা বুধবার (৪ অক্টোবর) নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম।

আগেই জানা গিয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনকে পাচ্ছে না তারা। তাই বুধবার সংবাদ সম্মেলনে এসেছেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম। এবার তিনিই জানালেন, ইংল্যান্ডের বিপক্ষে দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটারকে পাচ্ছেন না তারা।

সংবাদ সম্মেলনে ল্যাথাম বলেন, “কেইন উইলিয়ামসন আগে থেকেই নেই, এখন টিমকেও (সাউদিকেও) আমরা পাচ্ছি না। তাকে প্রথম ম্যাচের জন্য নির্বাচন করা হয়নি। অস্ত্রোপচারের পর প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে। সে দ্রুত সেরে উঠছে।”

গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার সময় হাতে চিড় ধরেছিল ৩৪ বছর বয়সী কিউই পেসার টিম সাউদির। এরপর তার অস্ত্রোপচার করানো হয়। আর তাতে দ্রুত সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। তবে ঝুঁকি এড়াতে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলেননি তিনি। এবার জানা গেল, বিশ্বকাপের প্রথম ম্যাচেও খেলছেন না সাউদি।

Link copied!