ঝিনাইদহের শৈলকূপায় ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন- গোলাম মোস্তফা (৪৫), স্ত্রী সেলিনা খাতুন (৩৫) ও তাদের সন্তান মাহিম (৫)। গোলাম মোস্তফা উপজেলার ফুলহরি ইউনিয়নের হুদা মাইলমারি গ্রামের বাবর আলী মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেনাকাটা শেষে ঝিনাইদহ শহর থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা। বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলটি আসাননগর এলাকায় পৌঁছালে বালুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটি নিহত হয়। এতে গুরুতর আহত সেলিনা খাতুন ও ব্যবসায়ী গোলাম মোস্তফাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
মোস্তফার প্রতিবেশী হাসিবুল ইসলাম জানান, দুপুরে স্ত্রী সন্তানসহ গোলাম মোস্তফা ঝিনাইদহে ঈদের কেনাকাটা করতে যান। বাড়ি ফেরার পথে তারা নিহত হন। একই পরিবারের সব সদস্য নিহত হওয়ায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করার চেষ্টা চলছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।
 
                
              
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































