হবিগঞ্জের চুনারুঘাটে মর্তুজ আলী (৫০) নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালককে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে চা শ্রমিকদের বিরুদ্ধে।
বুধবার (৪ জুন) রাত ১১টার দিকে উপজেলার চানপুর চা বাগানে ঘটনাটি ঘটে।
নিহত অটোরিকশাচালকের নাম মর্তুজ আলী। তিনি চুনারুঘাট উপজেলার নোয়ানী গ্রামের রজব আলীর ছেলে।
জানা যায়, চানপুর চা বাগানের কয়েকজন শ্রমিকের সঙ্গে বুধবার সন্ধ্যায় ভাড়া নিয়ে মর্তুজ আলীর কথা কাটাকাটি হয়। এতে চা শ্রমিকরা বিক্ষুব্ধ হয়। রাত ১১টার দিকে মর্তুজ আলী অটোরিকশা নিয়ে চানপুর বাজারে গেলে কতিপয় শ্রমিক তাকে এলোপাতাড়ি মারতে থাকে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে চুনারুঘাট-মাধবপুর সার্কেলের এএসপি সালিমুল হক বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































