• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

তল্লাশির খবরে জানালা দিয়ে আড়াই কোটি টাকা ফেলে দেন প্রকৌশলী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩১, ২০২৫, ১২:৩৪ পিএম
তল্লাশির খবরে জানালা দিয়ে আড়াই কোটি টাকা ফেলে দেন প্রকৌশলী

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে ভিজিল্যান্স বিভাগ তল্লাশি করতে আসছে জানতে পেরে অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে ৫০০ রুপির নোটের বান্ডিল ছুঁড়ে মারেন গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রধান প্রকৌশলী বৈকুণ্ঠ নাথ সারঙ্গি। এরপর ওই স্থান থেকে ২ কোটি রুপিরও (বাংলাদেশি টাকায় প্রায় আড়াই কোটি) বেশি নগদ অর্থ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। 

শুক্রবার (৩০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ওড়িশার আঙ্গুল, ভুবনেশ্বর এবং পিপিলিসহ (পুরী) সাতটি স্থানে একযোগে অভিযান চালিয়ে এই প্রকৌশলীর প্রায় ২ দশমিক ১ কোটি টাকা নগদ টাকা উদ্ধার করেছে ভিজিল্যান্স বিভাগ।

এনডিটিভি বলছে, একটি নাটকীয় ঘটনায়, ভিজিল্যান্স অফিসাররা আসার সঙ্গে সঙ্গে শ্রী সারঙ্গি তার ফ্ল্যাটের জানালা দিয়ে নগদ রুপির বান্ডিল ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন। পরে সাক্ষীদের উপস্থিতিতে বান্ডিলগুলো উদ্ধার করা হয়।

সারঙ্গির আয়ের উৎসের তুলনায় অপ্রতুল সম্পদের মালিকানার অভিযোগের পর চালানো হয় এই তল্লাশি। আটজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি), ১২ জন ইন্সপেক্টর এবং ছয়জন সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ২৬ জন পুলিশ কর্মকর্তার একটি দল তল্লাশিটি চালাতে অংশ নেন।

তল্লাশি অভিযানের ভিডিওতে দেখা যায়, অফিসাররা নগদ রুপির স্তূপ গুনছেন, যার মধ্যে বেশির ভাগই ৫০০ রুপি নোটের বান্ডিল। এ ছাড়া ছিল ৫০, ১০০ এবং ২০০  রুপির নোটের কিছু বান্ডিলও।

Link copied!