• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

অবশেষে গ্রান্ড স্লাম ম্যাচ জয়ের স্বাদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৪, ০৬:৪৬ পিএম
অবশেষে গ্রান্ড স্লাম ম্যাচ জয়ের স্বাদ
জয়ের পর মারিয়া সাকারি। ছবি: সংগৃহীত

পর পর তিনটি গ্রান্ড স্লাম আসর থেকে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন গ্রীসের নারী তারকা মারিয়া সাকারি। তবে অস্ট্রেলিয়ান ওপেন তাকে হতাশ করেনি। গত প্রায় এক বছর মেয়াদে এই প্রথম গ্রান্ড স্লাম ম্যাচ জিতলেন অষ্টম বাছাই সাকারি। রোববার বছরের প্রথম গ্রান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিনেই জয়টি পেয়ে গেলেন ২৮ বছর বয়সী সাকারি।

সাকারি দারুণ খেলে সরাসরি ৬-৪ ও ৬-১ সেটে জাপানের নাও হিবিনোকে হারিয়ে দেন। রড লিভার অ্যারেনায় সাকারি জেতেন মাত্র ৭১ মিনিটের লড়াইয়ে। 

ম্যাচ শেষে সাকারি বলেন, আমার জন্য জয় পাওয়া সত্যিই খুব আবেগের। অবশেষে গ্রান্ড স্লামে জয় পেয়ে আমি খুবই খুশি। 

সাকারি পরের রাউন্ডে খেলবেন রাশিয়ার এলিনা আভানেশানের বিপক্ষে।

অন্যান্য ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্ডা এনিসিমোভা সরাসরি ৬-৩ ও ৬-৪ সেটে ত্রোয়োদশ বাছাই রাশিয়ার লিউদমিলা সামসোনোভাকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। 

চেক প্রজাতন্ত্রের ব্রেন্দা ফ্রুভিরতোভা ২০২০ সালের পর অস্ট্রেলিয়ান ওপেনে সর্বকনিষ্ট খেলোয়াড় হিসেবে জয়ের গৌরব অর্জন করেছেন। এরআগে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের কোকো গফ জিতেছিলেন সর্বকনিষ্ট খেলোয়াড় হিসেবে। ১৬ বছর বয়সী ব্রেন্দা ২-৬, ৬-৪ ও ৬-৩ সেটে রোমানিয়ার আনা বগদানকে পরাজিত করেন।

তবে ব্রেন্দার জন্য পরের রাউন্ডে শক্তিশালী প্রতিপক্ষ থাকছেন। আর তিনি হলেন বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা।  

 

Link copied!