• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

বরিশালকে ১৩৫ রানের টার্গেট রংপুরের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৪, ০৩:৩০ পিএম
বরিশালকে ১৩৫ রানের টার্গেট রংপুরের
ছবি: প্রতীকী

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের জমজমাট আসরের দ্বিতীয় দিন শনিবারের প্রথম ম্যাচে ফরচুন বরিশালকে জয়ের জন্য ১৩৫ রানের টার্গেট দিয়েছে রংপুর রাইডার্স। 

টসে জিতে রংপুরকে ব্যাট করার আমন্ত্রণ জানায় বরিশাল। কোনো রান না করতেই প্রথম উইকেট হারায় রংপুর। পাকিস্তানী বোলার মোহাম্মাদ ইমরানের বলে বোল্ড হন রংপুরের ওপেনার ওয়েস্ট ইন্ডিজের ব্রান্ডন কিং। এরপর নুরুল হাসান সোহান (২৩), শামিম হোসেন (৩৪) ও মেহেদি হাসান (২৯) কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও দলের সংগ্রহ বড় হয়নি। ডাবল ফিগারে যাওয়া আরেক ব্যাটার হলেন আফগান তারকা মোহাম্মাদ নবী (১০)। বাকিরা কেবল আসা-যাওয়ার মধ্যেই ছিলেন। যেখানে রনি তালুকদার ৫, সাকিব আল হাসান ২, আফগানিস্তানের আজমতউল্লাহ ওমারজাই ৬ রান করেন। এছাড়া, হাসান মুরাদ অপরাজিত ৭ এবং পাকিস্তানের সালমান ইরশাদ অপরাজিত ৮ রান করেন। তাতে রংপুরের সংগ্রহ হয় ৯ উইকেটে ১৩৪ রান।   

বরিশালের খালেদ আহমেদ ৩১ রানে ৪টি এবং মেহেদি হাসান মিরাজ ১৩ রানে ২টি উইকেট লাভ করেন। আর ইমরান, শ্রীলঙ্কার দুনিথ ওয়েলাগে ও পাকিস্তানের শোয়েব মালিক ১টি করে উইকেট পান। 
 

Link copied!