• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

প্রাইম ব্যাংককে জিতিয়ে জন্মদিন উদযাপন তামিমের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২৪, ০৬:৪৩ পিএম
প্রাইম ব্যাংককে জিতিয়ে জন্মদিন উদযাপন তামিমের
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

অনেক দিন ধরে আলোচনা-সমালোচনায় রয়েছেন তামিম ইকবাল। এরই মধ্যে৩৫তম জন্মদিনটা ভালোই উদযাপন করলেন তামিম। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) একদমই রান পাচ্ছিলেন না দেশের এক নম্বর ওপেনার। আগের তিন ম্যাচে তার সংগ্রহ ছিল যথাক্রমে ১৭, ১৬ ও ৬। অবশেষে বুধবার বিকেএসপির ৩ নম্বর মাঠে হাসলো তামিমের ব্যাট। 

দুই ওপেনার অধিনায়ক তামিম ও  তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমনের হাফ সেঞ্চুরিতে জয় পেল প্রাইম ব্যাংক দল। 

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে অনায়াসে ৮ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। 

৪ খেলায় তামিম ইকবালের প্রাইম ব্যাংকের টানা চতুর্থ জয়ের বিপরীতে সমান খেলার সবকটাতে হারলো রূপগঞ্জ টাইগার্স।

বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু (৩/২৪), আশিকুর (২/২২) আর অলক কাপালির (২/৪০) সাঁড়াশি বোলিংয়ের মুখে মাত্র ১৩৩ রানে অলআউট হয় রূপগঞ্জ টাইগার্স।

অভিজ্ঞ শামসুর রহমান শুভ ছাড়া আর কেউ মাথা তুলে দাঁড়াতে পারেননি। জাতীয় দলের সাবেক ব্যাটার শামসুর করেন ৪৬ বলে ৫০।

জবাবে তামিম আর পারভেজ ইমন প্রথম উইকেটে ১১৮ রান তোলায় সহজ জয় তুলে নেয় প্রাইম ব্যাংক। অবশ্য দুজন মাত্র ২ রানের ব্যবধানে আউট হয়ে যান। অধিনায়ক তামিম ইকবাল ৭৮ বলে দুই ছক্কা ও ৬ বাউন্ডারিতে ৬৭ আর পারভেজ ইমন ৭৫ বলে ৫০ রান করে আউট হন।

 

Link copied!