• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করে লিটনের বিদায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০৪:৪২ পিএম
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করে লিটনের বিদায়

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন লিটন কুমার দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১৮ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। এর আগে বাংলাদেশের হয়ে ২০ বলে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল মোহাম্মদ আশরাফুলের। 

লিটন যে গতিতে রান তুলছিলেন তাতে মনে হচ্ছিল সেঞ্চুরি কেবল সময়ের অপেক্ষা মাত্র। তবে দুর্ভাগ্যজনকভাবে দ্রুতগতির ৪১ বলে ৮৩ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে।

ম্যাচের ১২ ওভারের শেষ বলে বেন হোয়াইটের বলে আউট হন লিটন। হোয়াইটের ওয়াইড বল ব্যাটে লাগাতে গিয়ে পেছনে থাকা উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। তার ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও তিনটি ছয়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ১৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৬৯ রান নিয়ে ব্যাট করছে। সাকিব আল হাসান ২৭* ও তাওহীদ হৃদয় ৮* রান নিয়ে অপরাজিত আছেন।

Link copied!