• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

সাফজয়ী মেয়েদের লাগেজ ভেঙে ডলার-টাকা চুরি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২, ১১:১২ এএম
সাফজয়ী মেয়েদের লাগেজ ভেঙে ডলার-টাকা চুরি

সাফ ফুটবলে নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশের নারী ফুটবলারদের লাগেজ থেকে টাকা ও ডলার চুরির অভিযোগ উঠেছে।নেপাল জয় করে বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে দেশে ফেরে বাংলাদেশ নারী ফুটবল দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেয়েদের বরণ করে নেওয়া হয়। আর ওখানেই ঘটে বিপত্তি। বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন শিরোপাধারীরা। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ফুটবলারদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিমানবন্দরে মেয়েদের অর্থ ও ডলার খোয়া গেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বরাতে জানা যায়,  বিমানবন্দরে কৃষ্ণা রানি সরকার ও শামসুন্নাহারের লাগেজ ভেঙে প্রায় দেড় লাখ টাকার মতো চুরি হয়েছে।

বিষয়টি বাফুফেকে অবহিত করেছেন ফুটবলারদ্বয়। তাদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই দুই খেলোয়াড় বাদেও বাকিদের লাগেজও ভাঙা অবস্থায় পাওয়া গেছে।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়ন লাল-সবুজের দল। মেয়েদের বরণ করে নিতে বর্ণাঢ্য আয়োজন ছিল বিমানবন্দর থেকে বাফুফে ভবন পর্যন্ত।
 

Link copied!