• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
চ্যাম্পিয়ন্স ট্রফি

জটিলতা নিরসনে ভারত ও আইসিসির প্রতি শহীদ আফ্রিদির আহ্বান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৩:০০ পিএম
জটিলতা নিরসনে ভারত ও আইসিসির প্রতি শহীদ আফ্রিদির আহ্বান
শহীদ আফ্রিদি। ছবি : সংগৃহীত

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কাটছেই না। ভারত বলে দিয়েছে, তারা পাকিস্তানের মাটিতে গিয়ে এই ক্রিকেট আসরে অংশ নেবে না। এই অচলাবস্থার সমাধানের পথ খুঁজতে পরামর্শ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

আফ্রিদি অলিম্পিক চেতনা নিয়ে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং আন্তর্জাকিত ক্রিকেট কর্তৃপক্ষকে (আইসিসি) চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্য নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের আহ্বান জানিয়েছেন। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সৃষ্ট মতপার্থক্যগুলো দূর করারও দাবি জানান।  

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে আফ্রিদি উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ক্রিকেট এখন একটা কঠিন সময় পার করছে। সত্তর দশকের পর ক্রিকেটে হয়তো এটাই সবচেয়ে বড় জটিলতা। তার সমাধান এখন ক্রিকেটের জন্য বড় চ্যালেঞ্জ। খেলাধুলার চেতনা নিয়ে সকল দেশকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান সাবেক কৃতি অলরাউন্ডার আফ্রিদি।

আফ্রিদি অংশগ্রহণকারী সকল দেশের প্রতি আহ্বান জানিয়ে লিখেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়ে আমাদের হৃদয়ের প্রাণঢালা উষ্ণতা ও আতিথেয়তা অনুভব করুন এবং পাকিস্তানের মাটি থেকে স্মরণীয় স্মৃতি নিয়ে ফিরে যান।’

আফ্রিদি তার পোস্টটি এমন সময়ে দিলেন যখন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটি বাজে সময় চলছে। ভারতীয় দল পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না বলে আইসিসিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এরপর  আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শহীদ আফ্রিদি লিখেছেন, ‘অলিম্পিকে যদি সব দেশ মতপার্থক্য ভুলে ক্রীড়ায় অংশ নিতে পারে, তাহলে ক্রিকেটে, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা কেন হবে না?’

আইসিসি সম্প্রতি পিসিবিকে বিসিসিআই-এর অবস্থান সম্পর্কে জানিয়েছে আনুষ্ঠানিকভাবে। পাকিস্তানে অংশগ্রহণ না করার ভারতের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে তারা। জবাবে, পিসিবি পাকিস্তান সরকারের সাথে পরামর্শ করেছে এবং বিষয়টির সমাধানের জন্য আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে।

বিসিসিআই অনুরোধ করেছে যে, আইসিসি যেন একটি হাইব্রিড মডেল বিবেচনা করে। ভারত তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো পাকিস্তানের পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে খেলার অনুমতি চেয়েছে।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আফ্রিদির এই মন্তব্য সকলের প্রতি চাপ সৃষ্টি করতে পারে। আর ক্রিকেট ভক্তরাও আশা করছে, এমন একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সকল জটিলতা দূর হোক এবং তারা একটি জমজমাট আসর উপভোগ করবে।

 

 

 

 

 

Link copied!