• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

আর্জেন্টিনাকে হারানো সৌদি কোচ রেনার্ডের পদত্যাগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০৫:২৯ পিএম
আর্জেন্টিনাকে হারানো সৌদি কোচ রেনার্ডের পদত্যাগ

সৌদি আরবের কোচ হিসেবে বেশ ভালোই করছিলেন হার্ভে রেনার্ড। তবে এবার কোচের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। গত কাল মঙ্গলবার সৌদি আরব ফুটবল ফেডারেশন (সাফ) জানিয়েছে, দলটির কোচের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন তিনি।

ফেডারেশন কোচের অনুরোধে তার সঙ্গে চুক্তি বাতিল করতে সম্মত হয়েছ। এক টুইটার বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “দুই পক্ষের মধ্যে চুক্তি শেষ করার জন্য একটি আইনি মীমাংসা হয়েছে। সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতি এবং পরিচালনা পর্ষদ জনাব রেনার্ডের ভবিষ্যত কর্মজীবনে প্রতি সাফল্য কামনা করেন।”

ফরাসী রেনার্ড ফ্রান্সের জাতীয় নারী দলের দায়িত্ব নেওয়ার বিষয়ে চূড়ান্ত আলোচনা করেছেন। নারী দলটি ২০শে জুলাই থেকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই বছরের বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।

৫৪ বছর বয়সী রেনার্ড ২০১৯ সালের জুলাই মাসে সৌদি আরবের দায়িত্ব নেন এবং গত বছর কাতারে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ে দলকে নেতৃত্ব দেন।

মঙ্গলবার বলিভিয়ার কাছে ২-১ গোলে হারের পর রেনার্ড সাংবাদিকদের বলেন, "প্রায় চার বছর সৌদিতে সমর্থনের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি মনে করি আমি দলকে সর্বোচ্চটা দিয়েছি। আমি সবার সঙ্গে সৎ থাকতে পছন্দ করি। ধন্যবাদ, এটি দুর্দান্ত সময় ছিল।"

Link copied!